Barak Valley
সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হাইলাকান্দিতে রোড মার্চ

হাইলাকান্দি : হাইলাকান্দি শহরে শান্তি, সম্প্রীতির এবং সৌহার্দের বন্ধন অক্ষুন্ন রাখতে শুক্রবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরে পুলিশের এক রোড মার্চ বের করা হয়। এই রোড মার্চ শহরের পুলিশ রিজার্ভ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। পুলিশ সুপার লীনা দোলে-র নেতৃত্বে পুলিশের এক বিশাল বাহিনী এতে অংশ নেয়। শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সবসময় জনসাধারণের পাশে রয়েছে, এই বার্তা দিতে রোড মার্চটি পরিক্রমা করে শহরের বিভিন্ন রাস্তা। এতে এডিসি লাইরহলু খেনতে সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটরাও অংশ নেন।
বৃহস্পতিবার অনুরূপ একটি রোডমার্চ হাইলাকান্দি শহরে এবং বুধবার অনুরূপ আরেকটি রোডমার্চ কাটলিছড়ায় বের করা হয়। উল্লেখ্য বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনসাধারণের মনে আস্থা-বর্ধক পদক্ষেপ হিসাবে এই রোডমার্চ বের করা হয়।