Barak ValleyAssamNorth-East
বহিষ্কৃত লাতু মডেল হায়ার সেকেন্ডারির ৪ ছাত্রী

nTB Desk: স্কুল কর্তৃপক্ষের কড়া ফরমানের তোয়াক্কা না করেই ছাত্রীরা হিন্দি গানের তালে নেচে রিল বানাতে ব্যস্ত৷ বারইগ্রামের পর এবার লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীরা ‘পাতলি কমরিয়া’ গানের তালে নেচে রিল বানিয়ে শাস্তির মুখে পড়ল৷ স্কুল ড্রেস পড়ে রিল বানানোয় ৪ ছাত্রীকে বহিষ্কার করল স্কুল কর্তৃপক্ষ৷
জানা গেছে, গত মঙ্গলবার লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে ইদে মিলাদুন্নবি উৎসব ছিল৷ তাই স্কুলে ব্যাপক ছাত্র-ছাত্রীর জমায়েত হয়৷ সে সময় স্কুলের ৪ ছাত্রী স্কুল ড্রেস পরে রিল বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে৷ মুহূর্তেই তা ভাইরাল হয়৷ বৃহস্পতিবার বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে৷ তাৎক্ষণিক সভা ডেকে স্কুল অধ্যক্ষ বিশ্বজ্যোতি দে রিল বানানোর জড়িত ৪ ছাত্রীকে বহিষ্কার করেন৷