Barak Valley

দুর্গাপূজার জন্য সরকারি ৫০ হাজার অনুদানের দাবিতে অনড় “বাঙালি নবনির্মাণ সেনা”

আজ করিমগঞ্জ জিলা উপায়ুক্তের কার্যালয়ে “বাঙালি নবনির্মাণ সেনা” রাজনৈতিক দলের করিমগঞ্জ জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্বারকপত্র প্রদান করেন। এই স্বারকপত্রে উনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে দুর্গাপূজার জন্য আসামের প্রতিটি স্থাপিত মন্দির ও রেজিস্টার্ড ক্লাবকে ৫০ হাজার টাকা সরকারি অনুদানের দাবি পেশ করেন। বিগত কয়েক বছর থেকে বিএনএস এই দাবি উত্থাপন করে যাচ্ছে ও গতবছর মাত্র ১০ হাজার করে অনুদান সরকার অনুমোদন করেন এর জন্য বিএনএস সাময়িক ভাবে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু উনাদের পূর্বতন দাবি ৫০ হাজার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ দেব বলেন যে আসাম সরকার বিহুমঞ্চ গুলোকে যদি পঞ্চাশ থেকে দের লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিতে পারেন তাহলে আসামে এক তৃতীয়াংশ বাঙালির জাতীয় উৎসবে কেনো দিতে নারাজ ! উত্তম দাস বলেন যে এই দাবি অনেক পুরোনো দাবি বিএনএস এর ও সর্বপ্রথম উত্থাপন করে বিভিন্ন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে আর যতদিন পর্যন্ত ৫০ হাজার দেওয়া হবেনা ততদিন পর্যন্ত এই অধিকারের লড়াই চলতেই থাকবে। দ্বীপ নমঃশূদ্র বলেন আসামের নব্বই শতাংশ বাঙালি হয়তো জানেই না বিএনএস এই বিষয়ে বিগত চার বছর থেকে লড়াই করছে ও ফল স্বরূপ গত বছর দশ হাজার দিতে বাধ্য হয়েছে আসাম সরকার এটা আংশিক সফলতা মাত্র। বিএনএস এই দাবি নিয়ে সোসিয়াল মিডিয়া ও বিভিন্ন মহলে সোচ্চার হয়ে জনজাগরণ সৃষ্টি করে যাচ্ছে। তাই আগামীদিনে আসামে এক তৃতীয়াংশ বাঙালির এই অধিকারের লড়াই অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না সরকার মানবে। এই দাবি অত্যন্ত ন্যার্য্য দাবি তাই মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে হবে। সেদিন উপস্থিত ছিলেন অরিন্দম দেব ও সুজিত গোপ, দীপঙ্কর দেব পুরকায়স্থ অন্যান্যরা।

Show More

Related Articles

Back to top button