করিমগঞ্জে এ ডি আর পরীক্ষার জন্য কন্ট্রোল রুম
জনসংযোগ, করিমগঞ্জ, ১৩ সেপ্টেম্বর : আগামী ১৫ ও ২৯ সেপ্টেম্বর করিমগঞ্জ জেলায় তৃতীয় শ্রেণীর প্রার্থীদের জন্য অনুষ্ঠিত এ ডি আর পরীক্ষা ২০২৪ সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিদ্যালয়সমুহের পারিদর্শকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবামন টেরন, মোবাইল নম্বর : ৯৬৭৮৯৩৪৭০৪।এছাড়া এই কন্ট্রোল রুম সুষ্ঠভাবে পরিচালনার জন্য আরও চার জন্য আধিকারিক ও কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছেন বিদ্যালয় সমূহের পরিদর্শক কার্যালয়ের প্ল্যানিং ও স্ট্যাটাসটিক্যাল অফিসার অসিত দত্ত – ৮১৩৫০৮৫৫০৫, জেলা প্রোগ্রাম আধিকারিক সমগ্র শিক্ষা ও মেম্বার সেক্রেটারি সেবা রিজিওনাল অফিস করিমগঞ্জের ড. কে এইচ. সঞ্জীব কুমার সিং – ৯৪৩৫৫৮৮৯৪২/৮৪৭৩৮২৪২২১। এতে রয়েছেন বিদ্যালয়সমূহের পরিদর্শক কার্যালয়ের সিনিয়র অ্যাসিট্যান্ট দেবাশিস দে – ৯৪০১১৩০৫৬০/৮৬৩৮২৮২৬৮৯। এছাড়া এতে রয়েছেন সমগ্র শিক্ষা ও সেবা রিজিওনাল অফিস করিমগঞ্জের ই ডি পি পিথু রঞ্জন নাথ – ৯৪৩৫১৭৫৪৮০/৭০০২১৫৪৮৮৭।