Barak Valley

বিয়ের আগের রাতে আত্মহত্যা যুবকের

বদরপুর : বিয়ের আগের রাতে গলায় ফাঁস লাগিয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে বদরপুর বাদে উত্তরগ্রামে৷ জানা গেছে, বাদে উত্তরগ্রামের আজিজুল বারির ছেলে আজহার উদ্দিনের বিয়ে মহাকলের এক মেয়ের সঙ্গে রবিবার হবে বলে ঠিক করা হয়েছিল৷ কিন্তু এর আগে শনিবার রাতে যথারীতি বিয়ের আয়োজন চলছিল৷ আজহারও সবার সঙ্গে কথাবার্তা গল্প গুজব করেন৷ এরপর তিনি তার রুমে এসে দরজা বন্ধ করে দেন৷ কিছু সময় তার সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করেন৷ কিন্তু তাঁর কোন সাড়া পান নি৷ এরপর তারা ওই রুমের দরজা ভেঙে দেখেন আজহার উদ্দিন ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে৷ এরপর তাকে নামিয়ে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এরপর বদরপুর পুলিশের প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় করিমগঞ্জ সিভিলে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়৷ এই ঘটনায় বাদে উত্তর গ্রামে শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে৷

Show More

Related Articles

Back to top button