Barak Valley

করিমগঞ্জে জিপি, এপি, জেডপি-র আপত্তি ইত্যাদির শুনানি ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর

জনসংযোগ, করিমগঞ্জ, ১৯ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার জিপি, এপি ও জেডপি-র ডিলিমিটেশনের খসড়া মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। ওই খসড়া সম্পর্কে পরামর্শ, বিবৃতি ও আপত্তি ইত্যাদির গণশুনানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে জেলা আয়ুক্ত কার্যালয়ে বিধানসভা কেন্দ্র অনুসারে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্তদের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হবে। এতে ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভার শুনানি এডিসি উদয় শঙ্কর দত্তের কক্ষে। পাশাপাশি ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার এডিসি আনিস রসুল মজুমদারের কক্ষে। ১২৫ পাথারকান্দি বিধানসভার এডিসি মিনার্ভা দেবী আরামবামের কক্ষে এবং ১২৬ রামকৃষ্ণ নগর বিধানসভা কেন্দ্রের শুনানি এডিসি ধ্রুবজ্যোতি দেবের কক্ষে অনুষ্ঠিত হবে। এতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর সংস্থার পক্ষ থেকে দায়ের করা বিবৃতির শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ সেপ্টেম্বর ব্যক্তিগতভাবে দায়েরকৃত বিবৃতির শুনানি চলবে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও জেলা ডিলিমিটেশন কমিশনের চেয়ারম্যানের জারি করা এক বিজ্ঞপ্তিতে শুনানির এই সময়সূচী জানিয়ে দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button