Barak Valley

ঝড়ে করিমগঞ্জে ভেঙে পড়ল পুজোর মণ্ডপ

করিমগঞ্জ : শরতের তুফানে তছনছ হয়ে গেল করিমগঞ্জ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গাপূজার প্যান্ডেলগুলো৷ শতভিষা ক্লাবের মণ্ডপের সামনের অংশ ভেঙে পড়েছে৷ অন্যদিকে, বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে৷ কর্মীরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে জোর প্রয়াস চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিভাগীয় SDO রত্নদীপ দাস৷

এদিন দুপুর ১:৩০টায় আচমকা ধেয়ে আসা ভয়ঙ্কর ঝড় তছনছ করে দেয় গোটা শহর৷ বড় বড় গাছ ভেঙে পড়ে৷ টাউন কালিবাড়ি রোডে জেলা ও দায়রা আদালতে বিশাল গাছ ভেঙে পড়ে৷ তবে NDRF বাহিনীর কর্তারা সঙ্গে সঙ্গে এসে গাছটি কেটে সরিয়ে নেয়৷

আধঘন্টার ঝড়ে বারোয়ারি মন্ডপগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে৷ ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় শহরের লীলমণি রোডের ঐতিহ্যবাহী ক্লাব শতভিষাকে৷ কারণ ৯০% তৈরি হওয়া মন্ডপ এদিন ভেঙে পড়ে৷ এবছর ক্লাব তাদের ৫৭তম পুজোর আয়োজন করেছিল৷ পুজোর বাজেট ২০ লক্ষ টাকা৷ মন্ডপের অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছিল৷ কিন্তু দুমড়ে-মুচড়ে পড়ে মন্ডপ৷ ক্লাব কর্মকর্তাদের চোখেমুখে হতাশা নেমে আসে৷ তবে যুদ্ধকালীন তৎপরতায় মন্ডপ তৈরির কাজ৷

ক্লাব সদস্যরা জানিয়েছেন, তাদের প্রায় ৪ লক্ষ টাকার লোকসান হয়েছে৷ সম্পাদক আশিস দাস পুরকায়স্থ জানান, পুজো মন্ডপ তৈরি করে সবকিছু সাজিয়ে তোলা হবে শীঘ্রই৷

Show More

Related Articles

Back to top button