আসাম বিধান সভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির করিমগঞ্জ সফর

জনসংযোগ, করিমগঞ্জ, ২৩ সেপ্টেম্বর : আসাম বিধান সভার ৬ সদস্যের পাবলিক অ্যাকাউন্টস কমিটি সোমবার করিমগঞ্জ সফর করলেন। ওই কমিটিতে রয়েছেন বিধায়ক ও চেয়ারম্যান নূরুল হুদা, বাকি বিধায়ক সদস্যরা হচ্ছেন উৎপল বরা, ভবেন্দ্র নাথ ভরালি, কৌশিক রাই, হাফিজ বসির আহমেদ ও করিম উদ্দিন বরভূঁইয়া। চেয়ারম্যান সহ কমিটির সদস্যরা ওইদিন জেলার ফারমপাশা, মৈনা, চান্দখিরা জিপি লোয়াইরপোয়া ব্লক, বাজারিছড়া জিপি এলাকায় বিভিন্ন বিভাগীয় সরকারি কাজকর্মের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখেন।
ওইদিন সন্ধ্যা ৬ টায় কমিটির চেয়ারম্যান নূরুল হুদার সভাপতিত্বে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, ডিডিসি দীপক জিডুং, জেলা পরিষদের সিইও লক্ষী নন্দন সহরিয়া সহ ডিএফও, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক, পূর্ত সড়ক ও ভবন, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ, জলসিঞ্চন বিভাগের নির্বাহী বাস্তুকার, জেলা কৃষি আধিকারিক, জেলা সমাজ কল্যাণ আধিকারিক, আবগারি অধীক্ষক, খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের ডিসিএস ও ভূমি সংরক্ষণ বিভাগের ডিভিশনাল অফিসারের সাথে এক সভায় মিলিত হয়ে সংশ্লিষ্ট বিভাগের কাজকর্মের বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
সভায় ২০২০-২১ সালের এমজিএনরেগা, অমৃত সরোবর, ফিফটিন্থ ফাইন্যান্স কমিশনের প্রকল্প, পিএমএওয়াই-গ্রামীণ ইত্যাদির বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি, পূর্ত গ্রামীণ সড়কের পিএমজিএসওয়াই, এসওপিডি প্রকল্পের নির্মাণ কাজ তথা পূর্ত ভবনের অওতায় জেলার নির্মাণ কাজের খোঁজ নেন। সভায় জল সম্পদ বিভাগের নদী বাঁধ নির্মাণের অগ্রগতির পর্যালোচনা করেন।
এদিকে সভায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল সরবরাহ প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ দেন। আবগারি বিভাগের রাজস্ব সংগ্রহ নিয়ে আলোচনা করেন। কৃষি বিভাগের পিএম কিষাণ, ধান সংগ্রহ, বীজ বন্টন, কৃষি সামগ্রী বন্টনের বিষয়ে খোঁজ নেন। সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ মডেল অঙ্গনওয়াডি কেন্দ্র, পোষন অভিযান, বেটি বচাও বেটি পড়াও অভিযান সচেতনতার অগ্রগতি খতিয়ে দেখেন। বন বিভাগের মহাল, ক্যাম্পা তহবিল, বৃক্ষ রোপণ, নার্সারি ইত্যাদি নিয়ে আলোচনা করেন। শিক্ষা বিভাগের পড়াশুনার পরিবেশ, মাইনোরিটি স্কলারশিপ ইত্যাদির খোঁজ নেন। স্বাস্থ্য বিভাগের হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা, স্বাস্থ্য পরিকাঠামো সহ মডেল হাসপাতাল, জিএনএম, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ানের স্বল্পতা নিয়ে আলোচনা করা হয়। এতে জল সিঞ্চন বিভাগের সৌর বিদ্যুত ও বিদুৎ চালিত প্রকল্প, সিঞ্চিত এলাকা ইত্যাদির খোঁজ নেন। সভার শেষে জেলা আয়ুক্ত পাবলিক অ্যাকাউন্ট কমিটি সহ সবাইকে ধন্যবাদ জানান।