Barak Valley
পাথারকান্দি কালীমন্দিরে চোরের হানা

পাথারকান্দি : পাথারকান্দি কালীমন্দির সহ এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল দুষ্কৃতীরা৷ সোমবার রাতে এই দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়৷ সোমবার রাতে কালীমন্দিরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেবী বিগ্রহের সোনার অলংকার সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে মন্দিরের পার্শ্ববর্তী নজরুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে প্রবেশ করে সিগারেট, কোল্ড ড্রিংকসের বোতল সহ নগদ ১৫ হাজার টাকা চুরি করে গা ঢাকা দিতে সক্ষম হয়৷ মঙ্গলবার সকালে বিষয়টি প্রত্যক্ষ করে পুলিশে খবর দেওয়া হলে তদন্তে নামে পাথারকান্দি পুলিশ৷ যদিও ধরপাকড়ের কোনও খবর নেই৷