Barak Valley

কালীপুজোয় করিমগঞ্জের রক্তিমাভ ক্লাবের এবারের আকর্ষণ অযোধ্যার রামমন্দির

  • বিধায়ক কমলাক্ষের হাত ধরে মণ্ডপ তৈরির সূচনা
  • মণ্ডপ সজ্জার সঙ্গে সঙ্গতি রেখে থাকবে মায়ের মূর্তি

করিমগঞ্জ : বরাক উপত্যকায় প্রথমবারের মতো করিমগঞ্জে রাম মন্দির নির্মাণ হতে যাচ্ছে৷ এবার অযোধ্যার রাম মন্দিরের আদলে করিমগঞ্জে রক্তিমাভ ক্লাবের কালীপূজার মণ্ডপ, রাম মন্দির নির্মাণের ঈশান দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ দুর্গাপূজার এখনও প্রায় ১৫ দিন বাকি রয়েছে৷ প্রায় প্রতিটি ক্লাবের পুজো মণ্ডপের কাজ চলছে৷ কিন্তু তারমধ্যেই রক্তিমাভ ক্লাবের কালীপূজার ক্লাবের মণ্ডপের কাজ শুরু করে দেওয়া হল৷ আসলে দুর্গাপূজার পর কালীপূজার আগে হাতে খুব বেশি সময় থাকে না৷ সেই অল্প সময়ে বড় মণ্ডপ তৈরি করা অনেকটাই কঠিন হয়৷ আর এবার যেহেতু রাম মন্দির নির্মাণ হবে ফলে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে৷ যারা অযোধ্যায় গিয়ে রাম মন্দিরের দর্শন পাননি, তারা এখন করিমগঞ্জে রাম মন্দির দর্শন করার সুযোগ পাবেন৷

রক্তিমাভ ক্লাব এবার কালীপূজা উপলক্ষে রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বুধবার করিমগঞ্জ কলেজের মাঠে সনাতন ধর্মীয় মন্ত্রের মাধ্যমে কালীপূজা মণ্ডপের ঈশান স্থাপন করে জয় শ্রী রাম ধ্বনি দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ উপস্থিত ক্লাব সদস্যরা৷

এদিন বিধায়ক বলেন, ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতির প্রতীক হচ্ছে রাম মন্দির ও ধর্মীয় আস্থার জায়গা৷ আর সেই মর্মে ক্লাব রক্তিমাভ সিদ্ধান্ত নিয়েছে কালীপূজোতে রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরির৷ ক্লাব সবসময় নতুনত্ব আনে৷ যদিও বাজেট বেশি, তবে বড় পরিসরে মণ্ডপ তৈরির কারণে বাজেটের জন্য আটকে থাকবে না৷ যতটুকু সম্ভব রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করবেন শিল্পী বিশ্বজিৎ বণিক৷ এর আগেও এনার সুন্দর ও আকর্ষণীয় মণ্ডপ তৈরির সুনাম রয়েছে৷

Show More

Related Articles

Back to top button