Barak Valley

হাইলাকান্দি শহরে নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী জয়ন্তর

জনসংযোগ, হাইলাকান্দি : রাজ্যের পিএইচই, দক্ষতা বিকাশ, উদ্যোগ এবং পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া হাইলাকান্দি শহরে নিয়মিত পানীয় জল সরবরাহ করতে প্রয়োজনীয় পরিকাঠামো প্রণয়নের নির্দেশ দিয়েছেন৷ তিনি শনিবার হাইলাকান্দিতে জেলার সরকারি বিভাগগুলির এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন৷

হাইলাকান্দি শহরে নিয়মিত পানীয় জল সরবরাহ করতে ৩টি বৈদ্যুতিক মোটরের প্রয়োজন বলে বিভাগ থেকে জানানো হলে মন্ত্রী মোটর পাম্পের ব্যবস্থা করে দিয়ে প্রতি মাসে শহরে জল সরবরাহের জন্য যে ২.৭ লক্ষ টাকা লাগে, তার বিভাগের সামগ্রিক বরাদ্দ থেকে আলাদা করে রাখার নির্দেশ দেন বিভাগকে৷

গ্রামীণ জীবিক মিশন থেকে জানানো হয়, উচ্চাকাঙ্ক্ষী জেলার প্রকল্প হিসাবে সয়াবিন থেকে পনির তৈরীর একটি প্রকল্প অক্টোবর মাসে চালুর সম্ভাবনা রয়েছে৷ ধলেশ্বরী ব্র্যান্ড নামে এই প্রস্তাবিত প্রকল্পটির ছাড়পত্র ITI গুয়াহাটি থেকে পাওয়া গেছে এবং এঈ প্রকল্পটির উৎপাদিত পনির মধুমেহ রোগীদের জন্য ভালো পথ্য বলে সভায় জানানো হয়৷

জেলায় ১৩,১৪০ জন লাখপতি দিদি শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে৷ PMAY-র ঘরগুলির নির্মাণ কাজে প্রতিটি GP-র ক্ষেত্রে নতুন করে তদন্ত করতে মন্ত্রী ZP-র CEO রণজিৎ কুমার লস্করকে বলেন৷

স্বাস্থ্য বিভাগের প্রকল্পগুলি খতিয়ে দেখার সময় স্থানীয় এস কে রায় সিভিল হাসপাতালে রোগীর সঙ্গে ১ জন মাত্র attendant ঢুকতে পারবেন বলে জানিয়ে হাসপাতালে পুলিশি প্রহরার নির্দেশ দেন৷ সভায় ৩ বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, কৌশিক রাই ও বিজয় মালাকার, ডিসি নিসর্গ হিভারে, বিজেপির স্বপন ভট্টাচার্য ও মুন স্বর্ণকার অংশ নেন৷

Show More

Related Articles

Back to top button