Barak Valley

এক কোটি টাকা ব্যয়ে বদরপুর বিসর্জন ঘাট নির্মাণ হবে : কমলাক্ষ

বদরপুর : আগামী বছর দুর্গাপূজার আগে বদরপুরে ১ কোটি ব্যয়ে নির্মাণ হবে প্রতিমা বিসর্জন ঘাট, বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ বৃহস্পতিবার সকালে বিভিন্ন অভিযোগ পেয়ে শ্রীগৌরী হাসপাতাল পরিদর্শন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ পরে সাংবাদিক যীশু শুক্লবৈদ্য বিধায়ককে প্রতিমা নিরঞ্জনে নানা সমস্যার কথা তুলে ধরেন৷ সঙ্গে সঙ্গে বিধায়ক কমলাক্ষ ছুটে যান বদরপুর ঘাটে৷ সেখানে তিনি প্রতিমা নিরঞ্জনে বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে বদরপুর জলসম্পদ বিভাগের আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে বিসর্জনের স্থানে বসে Plan Estimate বানানোর নির্দেশ দেন৷ বিধায়ক কমলাক্ষ জানান, আগামী বছর দুর্গাপূজার আগে এই প্রতিমা বিসর্জনের ঘাটের কাজ সম্পূর্ণ হবে৷

অন্যদিকে, বিপজ্জনক শ্রীগৌরী বিসর্জন ঘাট মেরামত না করলে প্রতিমা নিরঞ্জনে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা৷ দুর্গাপূজার সময় শ্রীগৌরী বিসর্জন ঘাটের কদর থাকে বেশি৷ কারণ অসংখ্য প্রতিমা নিরঞ্জন করা হয়৷ বিগত দিনে বিসর্জন ঘাটের অবস্থা বেহাল থাকলেও এবছরেও বন্যা ও নদী ভাঙনে আরও বিপজ্জনক অবস্থা ঘাটের৷ প্রতিমা নিরঞ্জনের লক্ষাধিক ভক্ত ভিড় করে থাকেন৷ ফলে অঘটন ঘটার আশঙ্কা থাকে৷ ঘাটের একাংশ তলিয়ে গেছে নদীতে৷ এককথায় ঘাটটি মরণফাঁদে পরিণত হয়েছে৷ স্থানীয় প্রতিমা নিরঞ্জন ঘাট ও একটি স্থায়ী শ্মশান নির্মাণের জন্য উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের দৃষ্টি আকর্ষণ করেন৷

Show More

Related Articles

Back to top button