Barak Valley

হাইলাকান্দি জেলা কুশন গ্রাম নির্মাণ কার্যক্রমে প্রথম পুরস্কার

জনসংযোগ, হাইলাকান্দি, ২ অক্টোবর : পোষণ গ্রাম নির্মাণ কার্যক্রমে হাইলাকান্দি জেলা রাজ্যের মধ্যে প্রথম পুরস্কার লাভ করল। মঙ্গলবার গোলাঘাট জেনারেল ফিল্ডে অনুষ্ঠিত এক সম্মেলনে রাজ্যের অর্থ ও সমাজ কল্যাণ মন্ত্রী অজন্তা নিয়োগ এর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন হাইলাকান্দির সমাজ কল্যাণ বিভাগের ডিপিএম রজত চক্রবর্তী। পুরস্কার হিসেবে সার্টিফিকেট, মমেন্টো এবং ১৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

উল্লেখ্য হাইলাকান্দি জেলার পাঁচটি সুসংহত শিশু কল্যাণ কর্মসূচি অর্থাৎ আইসিডিএস এর অধীনে দুর্বল এবং অপুষ্টির শিকার বা শেম-শিশু শুণ্য করার একটি প্রস্তাব বাস্তবায়ন করায় হাইলাকান্দি জেলা ২০২৪ সালের ৭ম পোষণ মাস পালনে এই পুরস্কার লাভ করে।

Show More

Related Articles

Back to top button