Barak Valley
হাইলাকান্দিতেও আন্তর্জাতিক অহিংসা দিবস

জনসংযোগ, হাইলাকান্দি, ২ অক্টোবর : হাইলাকান্দিতেও বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়েছে। এই উপলক্ষে সরকারি কার্যালয়গুলিতে অহিংসা নীতি সুদৃঢ় করতে সমবেত শপথ গ্রহণ করা হয়। জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আধিকারিক ও কর্মচারীরা সর্বক্ষেত্রে অহিংসা নীতি সমুন্নিত রেখে সমবেত শপথের মাধ্যমে অঙ্গীকার গ্রহণ করেন। সমবেত শপথ পাঠ করান এডিসি লাইরহলু খেনতে। এই উপলক্ষে গান্ধীজীর প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়।