Barak Valley

অনুকূল আবহাওয়ায় ভোরের করিমগঞ্জে লোকারণ্য পথঘাট

করিমগঞ্জ : মহালয়ার ভোরে জনসমুদ্রের রূপ নিল করিমগঞ্জ শহর৷ তবে ভোর বলতে সেই কাকভোর নয়, সকাল ৫:৩০-৬টা৷ এই সময়েই মানুষ ঘর থেকে বেরোন পছন্দ করেছেন এবার৷ অন্যদিকে, দেবী পক্ষের সূচনায় কুশিয়ারা নদীতে তর্পণ করতে ভিড় জমান অসংখ্য মানুষ৷

মঙ্গলবারও প্রচুর বৃষ্টিপাত হয়েছে করিমগঞ্জে৷ মহালয়ার দিন বৃষ্টি থাকার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর৷ কিন্ত, বৃষ্টি হয়নি৷ কাকভোর থেকেই আকাশ পরিষ্কার ছিল৷ ফলে লোকারণ্য হয়ে উঠে শহর৷ যদিও এবার মহালয়া উপলক্ষে একটু দেরি করেই মানুষকে রাস্তায় বের হতে দেখা যায়৷ সেই ভোর ৪:৩০টের বদলে এবার সকাল ৬টায় মানুষ রাস্তায় বেরিয়েছেন৷ এর আগে পর্যন্ত শহরে তেমন মানুষ দেখা যায় নি৷ এ বার মহালয়া উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাও জোরদার ছিল৷ AOC Point-র সামনে oneway করে দেওয়া হয় পুলিশের তরফে৷ গাড়ি-বাইক ইত্যাদিকে সভাষনগর রোড হয়ে চলাফেরা করতে দেওয়া হয়৷ এদিন বিভিন্ন ক্লাব মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে৷

এদিকে, মহালয়ার দিন পিতৃপুরুষের তর্পণ উপলক্ষে লক্ষাধিক মানুষ ভিড জমান কুশিয়ারা নদীর তীরে৷ এতে ব্যাপক ভিড় জমে টাউন কালীবাড়ি-বিসর্জন ঘাট সহ তৎসংলগ্ন এলাকায়৷ এছাড়াও এঅ বিশাল সংখ্যক মানুষ লঙ্গাই সেতুর ওপর ভিড় জমান৷ গোটা শহরজুড়ে টিন এজার সেলফি তুলতে ভালোই ভিড় ছিলো৷

Show More

Related Articles

Back to top button