Barak Valley

মঙ্গলবার করিমগঞ্জে দুর্গাপূজা কমিটিগুলিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন

জনসংযোগ, করিমগঞ্জ, ৮ অক্টোবর : সমগ্র রাজ্যে সার্বজনীন পূজার উদ্যোক্তাদের আর্থিক অনুদান প্রদান উদ্যোগের অঙ্গ হিসেবে মঙ্গলবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২ টায় করিমগঞ্জ শহরের জেলা গ্রন্থাগার ভবনে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব, ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা, করিমগঞ্জের চক্র আধিকারিক জয় ক্রিস্টিনা এনগামলাই, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, এসসি বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন পৌরপতি কৃষ্ণ দাস, কিশোর দে, অন্যান্য প্রমুখ ব্যক্তিবর্গ সহ সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তা এবং মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এতে প্রদীপ প্রজ্জ্বলন এবং ভক্তিমূলক উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে এদিন উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১১৭ টি সার্বজনীন দূর্গা পূজা কমিটির কর্মকর্তাদের রাজ্য সরকারের আর্থিক অনুদানের রাশি হিসেবে প্রতিটি পূজা কমিটিকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

পাশাপাশি, এদিন করিমগঞ্জ জেলার বাকি তিনটি বিধানসভা কেন্দ্রেও অনুরূপ কার্যসূচির মধ্য দিয়ে সার্বজনীন দুর্গাপূজা কমিটি গুলিকে এই অনুদান রাশি প্রদান করা হয়েছে। এতে সমগ্র জেলায় ৫৩৪ টি সার্বজনীন পূজা কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান বন্টন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রাজ্য সরকারের পক্ষ থেকে সার্বজনীন পূজা কমিটি গুলিকে আর্থিক অনুদান প্রদান করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি এই অনুদান রাশির মাধ্যমে পূজা কমিটিগুলির আয়োজনে সহায়তা হবে বলে মত প্রকাশ করেন। তিনি আগামীতে রাজ্য সরকারের পক্ষ থেকে পূজা কমিটিগুলিকে আরও বেশি অনুদান প্রদান করা হবে বলে আশা রাখেন।

পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেব পূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান বন্টন করার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পূজা কমিটিগুলিকে পূজার আয়োজনে সরকারি নিয়ম নীতিগুলি যথাযথভাবে পালন করতে আহ্বান জানান। তিনি পূজা মণ্ডপে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রতিকূল আবহাওয়ার জন্য করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাটে পৌরসভার পক্ষ থেকে গ্রহণ করা ব্যবস্থাগুলি মেনে চলতে পূজা কমিটিগুলিকে অনুরোধ করেন।

জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমগ্র রাজ্যের সাথে করিমগঞ্জ জেলায় সার্বজনীন দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক অনুদান প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি শারদ শুভেচ্ছা সহ এই আর্থিক অনুদানের হলে পূজা কমিটিগুলির আয়োজন আরও সুন্দর হবে বলে আশা রাখেন। তিনি পূজার আয়োজনে স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়ম-নীতি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।

সভাপতির ভাষণে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার রাজ্য সরকারের পক্ষ থেকে প্রদান করা এই আর্থিক অনুদানের মাধ্যমে পূজা কমিটিগুলি উপকৃত হবে বলে আশা রাখেন। তিনি খুব স্বল্প সময়ের মধ্যে এই অনুদান বন্টন অনুষ্ঠান আয়োজন করায় এবং পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে এই অনুদান গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Show More

Related Articles

Back to top button