Barak Valley

আজ থেকে জমজমাট বিধায়ক বিজয় মালাকারের বাড়ির পুজো

রামকৃষ্ণনগর : রাত পোহালেই মহাষষ্ঠী৷ দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে রামকৃষ্ণনগর৷ বিশেষ করে রামকৃষ্ণনগরের অন্যান্য বারোয়ারি পুজোর সঙ্গে পাল্লা দিয়ে এই কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের ব্যক্তিগত ঘরের পুজোর আনন্দটাই একটু আলাদা৷ বর্তমান রামকৃষ্ণনগর কেন্দ্রের প্রত্যেক নাগরিক একবার হলেও বিধায়ক দাদার বাড়ির পুজো দেখতে যান৷ বিধায়ক ঘরের পুজো এবার ৪ বছরে পা দিল৷ বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই রামকৃষ্ণনগরের কলেজ রোডের নিজস্ব বাসায় সম্পূর্ণ সাত্ত্বিকতা মেনে দেবী দুর্গার পুজো করে যাচ্ছেন বিধায়ক বিজয়৷ অত্যন্ত ধর্মপ্রাণ বিধায়ক নিজে এই ৪ দিন জনগণের উন্নতির স্বার্থে কায়মনোবাক্যে দেবীর আরাধনা করে থাকেন৷ এই পুজোকে নিয়ে এলাকাবাসীর মধ্যে এক আলাদা উৎসাহ পরিলক্ষিত হয়৷ পুজোকে সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে কেন্দ্রের যুবারা ঝাঁপিয়ে পড়েন৷

এবার সাজিয়ে তোলা হয়েছে দাদার বাড়ির পুজো মণ্ডপ৷ ইতিমধ্যে বিধায়ক ও গুয়াহাটি থেকে এসে গেছেন৷ এবারের পুজোয় অষ্টমীর দিন থেকে মহাপ্রসাদ বিতরণের কথা রয়েছে৷ প্রায় ১৫ হাজার চিঠি বিলি করা হয়েছে৷ বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দের আসার কথা রয়েছে৷ পুজোর ৪ দিন থাকবে বিধায়কের ঘরে ভক্তবৃন্দের ভিড়৷ এক কথায় এই পুজোর বোধন নিয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েছেন বিধায়ক৷ নিজের তরফে চিঠির মাধ্যমে সকলকে আসার আমন্ত্রণ জানিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button