৮ কোটির মাদক সহ ৪ কারবারি বদরপুর পুলিশের জালে, প্রশংসা মুখ্যমন্ত্রীর

বদরপুর : করিমগঞ্জ জেলার অন্তৰ্গত বদরপুরে পুলিশের অভিযানে ৫৪৮.৮২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। মাদক পাচারের অভিযোগে এরালিগুলের বাসিন্দা কুখ্যাত চার ড্রাগস কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পাথারকান্দি থানা এলাকার এরালিগুল গ্রামের জনৈক জলালা উদ্দিনের ছেলে আব্দুল বাসিত, প্রয়াত আজিজুর রহমানের ছেলে নঈম উদ্দিন, কবির উদ্দিনের ছেলে তাজ উদ্দিন এবং বদরুল ইসলামের ছেলে ফয়জুল হক বলে পরিচয় পাওয়া গেছে।
পুজোর সময় আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ যখন ব্যস্ত, তখন মিজোরাম থেকে ৫৪৮.৮২ গ্রাম হেরোইন পাচারের পরিকল্পনা করছিল মাফিয়ারা। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও পুলিশ ড্রাগস সহ কুখ্যাত মাফিয়াদের আটক করেছে।
বদরপুর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ‘ভিভিসিএল’ সংলগ্ন এলাকায় একটি সুইফট কারের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে হেরোইন সহ পাচারাকারীদের আটক করা হয়েছে।
পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে থানা সূত্রে জানা গেছে।