Barak Valley

অগ্নিমূল্যের মাঝেই করিমগঞ্জে জমে উঠেছে লক্ষ্মীপূজার বাজার

করিমগঞ্জ : বিজয়া দশমী কেটে গেলেও পুজোর রেশ যেন কাটতেই চায় না৷ তবে ঘরের মেয়ে উমার বিদায়ের পরেই ঘরে পুজোর তোড়জোড় শুরু হয় দেবী লক্ষীর৷

কোজাগরি পূর্ণিমায় লক্ষ্মী পুজো করে ঘরে আনলে গৃহে ধন-সম্পদ বৃদ্ধি পায়, এমন বিশ্বাসেই লক্ষী পুজো করা হয়৷ তিথি অনুযায়ী বুধবার পুজিত হবেন দেবী৷ জেলার বাজারগুলোতে ভিড়ের নির্মমতা পরিলক্ষিত হয়৷ বিভিন্ন স্থান থেকে মৃৎ শিল্পীরা মূর্তি সহ পুজোর সামগ্রী নিয়ে আসেন৷ ফলমূল সহ শাক-সবজিতে অগ্নিমূল্য থাকায় অনেক গৃহিণীর ক্ষোভ লক্ষ্য করা গেছে৷ তারা অভিযোগ করে বলেন, পুজোর সুযোগ নিয়ে প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়েছেন৷

অন্যদিকে, একাংশ বিক্রেতাদের অভিযোগ, জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় ‘মূল’ উঠানোই কষ্টকর হয়ে উঠেছে৷ তার উপর সাম্প্রতিক বন্যা প্রভাব ফেলেছে৷ পুজোকে ঘিরে বাজারে ক্রেতাদের ভিড় ও দর কষাকষি জমে উঠেছে৷

Show More

Related Articles

Back to top button