বন বিভাগের অভিযানে ৩টি বালু বোঝাই মিনি লরি আটক

পাথারকান্দি : করিমগঞ্জ ফরেস্ট ডিভিশনের অধীন দোহালিয়া বন কর্মীদের হাতে বাজেয়াপ্ত হয়েছে তিনটি বালু বোঝাই মিনিট্ৰাক।
জানা গেছে, আজ বুধবার সকালে রামকৃষ্ণনগর-কদমতলা রোডে অভিযানে নেমে তিনটি বালু বোঝাই মিনিট্ৰাক আটক করেছেন দোহালিয়া রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ, বনকর্মী দিলোয়ার হোসেন সহ ফরেস্ট প্রটেকশন টিমের কর্মীরা। বালুগুলি সিংলা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে সরকারি চালান ছাড়াই মিনিট্রাকে বোঝাই করে বদরপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।
তবে রাস্তায় ফরেস্ট বাহিনী দেখে ট্রাক ছেড়ে তিন চালকই পালিয়ে গা ঢাকা দিয়েছে। ট্রাক তিনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
রেঞ্জ ফরেস্ট অফিসার প্রণব কলিতা জানান, বালু বোঝাই ট্ৰাকগুলোর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে জরিমানা আদায় সহ অবৈধ কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় শাস্তি প্রদান করা হবে।