Barak Valley

ফের কুশিয়ারা থেকে পচাগলা লাশ উদ্ধার, বিসর্জনঘাটে চাঞ্চল্য

করিমগঞ্জ : ৪ দিনের মাথায় ফের একবার এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হলো কুশিয়ারা নদী থেকে৷ কালীবাড়ি রোডের বিসর্জন ঘাট থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে৷ গত বুধবার লাতু এলাকায় কুশিয়ারা নদীতে ভেসে যাওয়া অবস্থায় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ তবে ওই মৃতদেহের প্যান্টের পকেট থেকে পরিচয় পত্র পাওয়া যায়৷ কিন্তু শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া পচাগলা মৃতদেহের পরিচয় জানা সম্ভব হয় নি৷ মৃতদেহটি সঠিক পরিচয় নিয়ে ধন্দে পুলিশ৷

জানা গেছে, গতকাল সন্ধ্যায় বিসর্জন ঘাট সংলগ্ন কুশিয়ারা নদী দিয়ে একটি মৃতদেহ ভেসে যেতে দেখেন সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সদর পুলিশে৷ পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিভিলে পাঠিয়ে দেয়৷ উৎসুক জনতার ভিড় জমলেও মরদেহের পরিচয় জানা সম্ভব হয় নি৷

অত্যাধিক পচন ধরায় ময়নাতদন্তের জন্য শিলচর ম্যাডিকেলে পাঠানো হতে পারে বলে জানা গেছে৷

ফুল প্যান্ট ও টি শার্ট পরিহিত লাশে বয়স আনুঃ ৪৫ বলে ধারনা প্রত্যক্ষদর্শীদের৷ পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে৷

Show More

Related Articles

Back to top button