করিমগঞ্জ শহরে এডিআরই পরীক্ষার জন্য রবিবার পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকার বাজার বন্ধের ঘোষনা

জনসংযোগ, করিমগঞ্জ : আগামী ২৭ অক্টোবর রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত অসম প্রত্যক্ষ নিয়োগ পরীক্ষা বা এ ডি আর ই সুষ্ঠভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্রের পাশ্ববর্তী জনবহুল বাজারগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে করিমগঞ্জের চক্র আধিকারিক এক আদেশ যোগে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত করিমগঞ্জ শহরের সন্তর বাজার সংলগ্ন জাতীয় সড়কের পাশের ব্রিজ রোডের (পুলের উপরের) বাজার, স্টেশন রোড ও করিমগঞ্জ কলেজের রাস্তার পাশের অস্থায়ী বাজার ও দোকান এবং পি ডবলুউডি পয়েন্টের রাস্তার পাশের অস্থায়ী বাজার যা সুষ্ঠ যান চলাচলে বাধার সৃষ্টি করতে পারে ওই বাজারগুলি নির্ধারিত সময়সীমায় ওইদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এছাড়া শহরের নো পার্কিং জোনে কোন ধরণের যান বাহন না রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে।