Barak Valley

করিমগঞ্জ শৌভনিকের কালীপুজোয় নজর কাড়ল ‘আর জি কর’ থিম।

সুস্মিতা দাস, করিমগঞ্জ: এবার শহরে কালীপুজোয় যেন থিমের ছড়াছড়ি। কেউ গড়ছে রামমন্দির, তো কেউ গড়ে তুলেছে রবীন্দ্র শরৎচন্দ্রের বই দিয়ে আস্ত একখানা কালীপুজোর প্যান্ডেল। এবার সীমান্ত শহরে যেন ছড়িয়ে ছিটিয়ে ফুটে ওঠেছে নানা ধরনের থিম। ঠিক এমনই এক ব্যতিক্রমী থিম নিয়ে শহরের মানুষের মনে দোলা দিতে সক্ষম হয়েছে ব্রজেন্দ্র রোডের শৌভনিক ক্লাব। এবার তারা তাদের স্বর্ণ জয়ন্তী উপলক্ষে কালীপুজোয় নারীবাদকে যেন এগিয়ে দিয়েছে। ঢাকির দল মহিলাদের, এমনকি পুজোর প্যান্ডেলে সেই আর জি কর মেডিকেল কলেজের ‘অভয়া’ হত্যাকাণ্ডের প্রতীকী প্রতিবাদ। একটি মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মুমূর্ষু রোগীদের প্রাণ দেবে, কিন্তু দুষ্কৃতীরা তারই প্রাণ কেড়ে নিল, এমন ঘটনার প্রতীকী প্রতিবাদ জানাতেই এবার তারা অভিনব প্যান্ডেল গড়েছে। তাদের এই প্যান্ডেল দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মত।

Show More

Related Articles

Back to top button