EntertainmentBarak Valley
বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্রের বিজয়া সম্মেলন
করিমগঞ্জ : বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য পাঠচক্রের বিজয়া সম্মেলন রবিবার এসপি বাংলা রোডে অনুষ্ঠিত হয়৷ শুরুতে বিজয়া সম্মেলনে তাৎপর্য তুলে ধরেন ড. গীতা সাহা৷
এ অনুষ্ঠানে প্রতিমা শুক্ল, ছন্দা দাম ও জয়ন্তী নাথ স্বরচিত কবিতা পাঠ করেন৷ অতিথি শিল্পী চন্দ্রিমা তরাত পর পর ৩টি সঙ্গীত ‘জাগো দুর্গা…’ ‘মন রে কৃষি কাজ জানো না…’, ‘এই আকাশ আমার মুক্তির আলোয় আলোয়…’ পরিবেশন করেন৷ ‘মেঘ বালিকা’ কবিতা পাঠ করেন অনিন্দিতা চক্রবর্তী৷
এ দিনের বিজয়া সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দিনী সাহিত্য পাঠচক্রের উপদেষ্টা গীতা মুখার্জি, সদস্য সঞ্চিতা ভট্টাচার্য, বিষ্ণুপদ নাগ, রত্না দাস, গোপাল চন্দ্র পাল৷ শেষে সিঁদুর খেলা ও ধামাইল নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়৷