ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার করিমগঞ্জে।
সুস্মিতা দাস, করিমগঞ্জ: পুলিশের জালে আইপিএস অফিসার। তবে এ বিষয়ে আশ্চর্য হওয়ার কিছুই নেই, তিনি একজন ভুয়ো আইপিএস অফিসার। পুলিশের উর্দিতে নিজের মুখায়ব এডিট করে বসিয়ে নিজেকে আইপিএস পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়ে সাধারণ মানুষকে ঠকানোর ফল এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিযুক্ত।
গতকাল ওই নকল আইপিএস অফিসারের গ্রেফতারের খবর শুনে পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে সমস্ত অফিসপাড়া সরগরম হয়ে উঠে। তাকে দেখতে থানা থেকে আদালত সর্বত্র উৎসুক জনতার ভিড় জমে ওঠে। পুলিশ অভিযুক্ত ভুয়ো অফিসারকে গ্রেফতারের পাশাপাশি তাঁর বাড়িতে অভিযান – চালিয়ে একটি পিস্তল, তিনটি মোবাইল ফোন, একটি বিলাসী মহিন্দ্রা থার গাড়ি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে।
কে এই আইপিএস আধিকারিক? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক রহস্যঘেরা কাহিনি উঠে এসেছে। ছেলেটির নাম জাবির উদ্দিন, বয়স ২৫ বছর। বাড়ি কাটিগড়ার জগদীশপুর গ্রামে। এক সিনিয়র আইপিএস অফিসারের ফোটো এডিট করে নিজেই মুখ বসিয়ে নিজের প্রতারণার ফাঁদ তৈরি করে।
অভিযোগ, কালীগঞ্জ এলাকার রাউতগ্রামের বিশিষ্ট শিক্ষক আতিক আহমদ চৌধুরির সঙ্গে গত জানুয়ারি মাসে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত জাবির উদ্দিনের। ফেসবুকে নিজেকে শাহজাহান উদ্দিন লস্কর হিসেবে পরিচয় দেয়। আতিক আহমদ চৌধুরির সঙ্গে পরিচয়পর্বের পর মোবাইল ফোনে তাঁর কথা হয় এবং নিজেকে একজন আইপিএস আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বর্তমানে ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি হিসেবে কর্তব্যরত রয়েছে বলে জানায়।
এবার করিমগঞ্জ পুলিশ এই ভুয়া অফিসারকে সদর থানায় তিনদিনের রিমান্ডে নিয়ে টানা জেরা চালিয়ে যাচ্ছে।