বটরশিতে সড়ক দুর্ঘটনায় জখম ১

বটরশি : বটরশিতে ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা! গুরুতর আহত পারুল চৌধুরীর ম্যানেজার আলতাব হুসেইন শিলচর মেডিকেলে চিকিৎসাধীন !
করিমগঞ্জ থেকে ফকিরবাজার মুখি আসা AS 23 W 5420 নম্বরের মোটরসাইকেল (বুলেট) জোর গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আলতাবের মোটরসাইকেলে ধাক্কা মেরে ইঞ্জিন ভেঙে দুমড়েমুচড়ে দেয়। পাশাপাশি আলতাব গুরুতর আহত হয়েছেন। প্রচুর রক্তপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, করিমগঞ্জ থেকে আসা মোটরসাইকেলে আরোহী সহ আরো একজন যাত্রী ছিলেন, কারো মাথায় হেলমেট ছিলো না। ঘাতক মোটরসাইকেলের তথ্য নিয়ে জানা গেছে আব্দুল মুকিত নামের কোন এক ব্যক্তির নামের ঐ বুলেট-টি। একদিকে তাঁর বুলেটের ইন্সুরেন্স নেই, অন্যদিকে গত ৭ সেপ্টেম্বর হেলমেট না থাকায় পুলিশ একটি চালান কেটেছে ঐ মোটরসাইকেলের নামে। এর ঠিক দুই মাস পর আজ ফের ৭ নভেম্বর হেলমেট বিহীন এবং দ্রুত গতিতে এসে এই দুর্ঘটনার সম্মুখীন হয় উক্ত মোটরসাইকেল।
উল্লেখ্য, গুরুতর আহত আলতাব হুসেইনের বাড়ি বিস্কুট গ্রামে, পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি নিজেই।