Barak ValleyAssamNorth-East
১৩২ কেভি করিমগঞ্জ গ্রিড সাব স্টেশনে মেরামতির জন্য রবিবার বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

জনসংযোগ, করিমগঞ্জ, ৬ জানুয়ারি : ১৩২ কেভি করিমগঞ্জ গ্রিড সাবস্টেশনের প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ও অন্যান্য জরুরি মেরামতির জন্য আগামী ৮ জানুয়ারি, রবিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এই সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এইজিসিএল করিমগঞ্জ ১৩২ কেভি সাব স্টেশনের রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে এই সাব স্টেশনে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ও অন্যান্য জরুরি মেরামতির জন্য রবিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে এই সময়সীমায় এইজিসিএল এর পাঁচগ্রাম ও দুল্লভছড়া ১৩২কেভি গ্রিড সাব স্টেশন, এপিডিসিএল সাব স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে প্রতি জন গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করতে এইজিসিএল কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে এবং এতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।