অসম দর্শনের অর্থে শ্রীভূমি শহরে জোরকদমে কাজ চলছে মন্দিরের

শ্রীভূমি, ১১ অক্টোবর: অসম দর্শনের অধীনে সরকারি সাহায্য লাভের পর থেকে জোরকদমে কাজ চলছে শ্রীভূমি শহরের নীলমণি রোডের মা মনসা মন্দিরের। নতুন সাজে মন্দিরকে সাজিয়ে তুলছেন মন্দির পরিচালন সমিতির কর্মকর্তারা। আগামী বার্ষিক উৎসবকে এবার সাড়ম্বরে পালন করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ তৎপরতায় অসম দর্শনের অধীনে রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে উত্তর করিমগঞ্জের দু’শোটি মন্দিরকে তিন লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়। প্রথম পর্যায়ে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় বিভিন্ন মন্দির পরিচালন সমিতির হাতে। বরাদ্দ অর্থরাশি দিয়ে কাজও শুরু হয়েছে বিভিন্ন মন্দিরে।
শহরের নীলমণি রোডের ঐতিহ্যবাহী মা মনসা মন্দিরেও জোরকদমে কাজ চলছে। প্রথম পর্যায়ে দেড় লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদানের পর আরও দেড় লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফে। প্রথম কিস্তির দেড় লক্ষ টাকা দিয়ে নাটমন্দির ঢালাই, রান্নাঘর সাজানো এবং পুরনো জানালা পাল্টে নতুন জানালা বসানো হয়েছে। মন্দিরের কাজকর্মকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
সভাপতি হিসেবে আশিস দাস (টুলু), সহ-সভাপতি হিসেবে সজল দাস, শেখর চক্রবর্তী, সুজিত দাস, রুমা দাস ও অনামিকা সরকার দায়িত্বে রয়েছেন। অন্যদিকে, সম্পাদক হিসেবে বিকাশমোহন দাস, সহ-সম্পাদক হিসেবে বিরাজ দাস, মুন্না পাল, বিপ্রজিত দাস, অমিত দাস এবং কোষাধ্যক্ষ হিসেবে হিল্লোল দত্ত দায়িত্বে রয়েছেন। তাছাড়া সহকারী কোষাধ্যক্ষ হিসেবে বিশাল দাস, মিঠু দাস এবং মুখ্য উপদেষ্টা পদে রয়েছেন কিশোর দে। নবগঠিত কমিটির কর্মকর্তারা ইতোমধ্যে পুজোর নিয়মাবলি থেকে আয়োজনে সংযোজন করেছেন। নির্ধারিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করে যেমন ইচ্ছুক ভক্তরা মায়ের পুজো দিতে পারবেন, তেমনই মন্দির উন্নয়নকল্পে রসিদের বিনিময়ে চাঁদা প্রদান করতে পারবেন সবাই। অনলাইনেও চাঁদা প্রদান করা যাবে। কারণ, মন্দির কমিটির নামে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং মন্দিরের বিভিন্ন কাজে লাগানো হবে।