২৪ অক্টোবর রামকৃষ্ণনগরে ডঃ হিমন্ত বিশ্ব শর্মা

রামকৃষ্ণনগর, ১৩ অক্টোবর: এর আগে যখন রামকৃষ্ণনগর সমষ্টিতে মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজের ভূমি পূজন করতে এসেছিলেন তখনো ও বিধায়ক বিজয় মালাকার নিজের দায়িত্ব পালন করে গেছেন। মেডিকেল কলেজের ভূমি পূজনের আগে সেই জায়গার পরিস্থিতি সব সময় খতিয়ে দেখেছিলেন যাতে করে মুখ্যমন্ত্রী কোন অসুবিধা না হয়। আগামী ২৪ অক্টোবর আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণ নগর সমষ্টিতে পা রাখছেন।
এদিন তিনি সমষ্টির মা-বোনদের মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে হিতাধিকারীদের মধ্যে চেক বিতরণ সহব্লক অফিসের পাশে রামকৃষ্ণনগর সম জেলার নতুন অফিস বিল্ডিংয়ের ভুমি পূজন করবেন। তিনি যে জায়গায় মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে সমষ্টির মহিলাদের মধ্যে চেক বন্টন করবেন রামকৃষ্ণনগর মিনি স্টেডিয়ামের মাঠ টি পরিদর্শন করেন সোমবার বিধায়ক বিজয় রামকৃষ্ণ নগর সার্কেল অফিসার সৌভিক দত্তকে সঙ্গে নিয়ে এ দিন বিধায়ক পুরো মাঠের জায়গাটি পরিদর্শন করেন। উনার সঙ্গে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ নগর পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা রামকৃষ্ণ নগর মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি হিমাংশু দেব, ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্ত, রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির বর্তমান সভাপতি প্রীতম পাল, দুল্লভছড়া জেলা পরিষদ সদস্য প্রণব মুখার্জি, রামকৃষ্ণনগর সার্কেলের ফিল্ড অফিসার প্রীতম দে ও অন্যান্য বিজেপির কর্মকর্তারা।