Barak Valley

শ্রীভূমিতে বিভিন্ন মোর্চা প্রধানদের উষ্ণ সংবর্ধনা জেলা বিজেপি কার্যালয়ে

শ্রীভূমি, ১৩ অক্টোবর: জেলা বিজেপির বিভিন্ন মোর্চার নবনিযুক্ত সভাপতিরা আজ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে আজ দলীয় জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব মোর্চার জেলা সভাপতি চিরব্রত চক্রবর্তী, মহিলা মোর্চার সভানেত্রী জ্যোথিকা দে, এসসি মোর্চার সভাপতি ধীমানকান্তি রায়, কিষান মোর্চার সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, চা জনজাতি মোর্চার সভাপতি রবি রবিদাস, ওবিসি মোর্চার সভাপতি গোপীমোহন নাথকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

সবাইকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান রাজ্যসভার প্রাক্তন সদস্য মিশনরঞ্জন দাস, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যরা।

সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলতে নবনিযুক্ত সভাপতিদের পরামর্শ দেন জেলা নেতৃবৃন্দ। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। তাই সরকারি প্রকল্পগুলোর ইতিবাচক দিক জনগণের সামনে তুলে ধরতে মোর্চার নবনিযুক্ত সভাপতিদের নির্দেশ দেন মিশনরঞ্জন দাস, সুব্রত ভট্টাচার্য ও সঞ্জীব বণিক। জেলা বিজেপি তাঁদের যেকোনও কাজে সর্বদা সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে বলেও আশ্বাস প্রদান করেন তাঁরা।

আজকের দায়িত্ব অর্পণ ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তফশিল উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, রাজ্য মহিলা কমিশনের অন্যতম সদস্যা শিপ্রা গুণ, জেলা পরিষদ সহ-সভানেত্রী সাথী রায় কুরি, অমরেশ রায়, আশিস নাথ, জেলা বিজেপির সহ-সভাপতি অশোক দত্ত প্রমুখ।

Show More

Related Articles

Back to top button