Barak Valley
শ্রীভূমি পুর এলাকার সুবিধাপ্রাপকদের আধার কার্ড জমা দেওয়ার আহ্বান

জনসংযোগ, শ্রীভূমি, ১৫ অক্টোবর : শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিযোগে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম বা বৃদ্ধভাতা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম বা বিধবাভাতা এবং ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম বা এনএফবিএসের অধীনে শ্রীভূমি পৌর এলাকায় যারা সুবিধাপ্রাপক রয়েছেন কিন্তু আধার কার্ড লিংক করাননি তাদেরকে নিজ নিজ আধার কার্ড শীঘ্রই শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন।