বিধানসভার উন্নয়ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির শ্রীভূমি সফর

জনসংযোগ, শ্রীভূমি। ১৬ অক্টোবর : অসম বিধানসভার উন্নয়ন বিভাগের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বৃহস্পতিবার শ্রীভূমি জেলা সফর করলেন।
কমিটির চেয়ারম্যান গোবিন্দচন্দ্র বসুমাতারির নেতৃত্বে বিধায়ক অজয়কুমার রাই, দিগন্ত বর্মন, দীপায়ন চক্রবর্তী, মিসবাহুল ইসলাম লস্কর, সুজাম উদ্দিন লস্কর, শিবু মিশ্র ও নিজানুর রহমানকে নিয়ে গঠিত এই স্ট্যান্ডিং কমিটি বৃহস্পতিবার শ্রীভূমি জেলা সফর করে বিভিন্ন বিভাগের কাজকর্মের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
এতে ওই দিন কমিটির সদস্যরা সাদারাশি ও লঙ্গাইঘাট বাজারঘাট জিপিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), ফিফটিস্থ ফাইন্যান্স কমিশন ও এমজিএনরেগার প্রকল্পের কাজকর্মের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি ওই দিনই কমিটির সদস্যরা লক্ষ্মীবাজার রোডের অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের আরডিএসএস (এইচটি) (এইচভিডিএস) বা হাই টেনশন সিস্টেম কারাগারে লাইন ডিস্ট্রিবিউশন ও শ্রীভূমি জেলা পৌরসভার জল সরবরাহের খোঁজ নেন৷
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আযুক্ত কার্যালয়ের সভাকক্ষে চেয়ারম্যান সহ কমিটির সদস্যরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, জলসম্পদ বিভাগ, পৌরসভা, অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড, বন ও পরিবেশ, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং বিভাগের কাজকর্মের খোঁজ নিয়ে প্রকল্পগুলির প্রকৃত বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দেন। পাশাপাশি, জনগণের জন্য কাজ করতে এবং কষ্ট লাঘবে সদা সচেষ্ট থাকতেও পরামর্শ দেন।
এদিনের সভায় কমিটির চেয়ার ম্যান গোবিন্দচন্দ্র বসুমাতারি, বিধায়ক দিগন্ত বর্মন, সুজাম উদ্দিন লস্কর ও নিজানুর রহমান অংশগ্রহণ করেন। এতে কমিটির সাথে আসা অতিরিক্ত সচিব রাজীব ভট্টাচার্য, উপ-সচিব পরাগ কুমার মেধি এবং শ্রীভূমির জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিড়ং, জেলা পরিষদের সিইও মুন গগৈ ও সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকরা অংশগ্রহণ করেন।