Barak Valley
শ্রীভূমিতে নভেম্বর মাসের রেশন সামগ্রী বরাদ্ধ

জনসংযোগ, শ্রীভূমি, ২২ অক্টোবর : শ্রীভূমি জেলায় খাদ্যসুরক্ষা যোজনার অধীনে অন্ত্যোদয় অন্ন যোজনা ও প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের চলতি বছরের নভেম্বর মাসে কার্ডপিছু ১ কেজি করে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে নভেম্বর মাসের অন্ত্যোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ডপিছু ৩৫ কেজি ও প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। জেলার রেশন দোকানিদের যথাসময়ে হিতাধিকারীদের মধ্যে এই রেশন সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।



