দোহালিয়ায় ধরা পড়লো অজগর সাপ
দোহালিয়া, ২৩ অক্টোবর: পাথারকান্দি থানাধীন দোহালিয়া শিববাড়ি এলাকা থেকে উদ্ধার করা অজগর সাপকে অবশেষে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দিলেন স্থানীয় বন কর্মীরা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে দোহালিয়া শিববাড়ি এলাকার এক জলাশয়ে মাছ ধরার জন্য বসিয়ে রাখা একটি জুটিতে সাপটি আটকা পড়েছিল। পরবর্তীতে স্থানীয় জনগণ সাপটিকে তাদের হেফাজতে রেখে দোহালিয়া বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার প্রদীপ বারৈর নির্দেশে ঘটনাস্থলে এসে পৌঁছান বিট অফিসার মাকসুদ আহমেদ লস্কর, বনকর্মী দিলোয়ার হোসেন ও সমরজ্যোতি হাজারিকা। তাঁরা স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে নিজেদের হেফাজতে নিয়ে এদিনই দুপুরে দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপটির বয়স অনুমানিক দেড় বছরের মতো হবে। ওজন প্রায় ত্রিশ কেজির মতো। লম্বা ছিল প্রায় আট ফুট। বন কর্মীদের ধারণা, খাদ্যের সন্ধানে সাপটি লোকালয়ে এসে মাছ শিকারের বিশেষ এক সরঞ্জামে আটকা পড়েছিল।



