Barak Valley
শ্রীভূমিতে সারদা সংঘের জগদ্ধাত্রী পূজা ৩১ শে

শ্রীভূমি,২৪ অক্টোবর : করুণাময়ী জগজ্জননী দেবী জগদ্ধাত্রী মায়ের পূজা উপলক্ষে সারদা সংঘে প্রস্তুতি তুঙ্গে।
এ উপলক্ষে শ্রীভূমি সারদা সংঘের সম্পাদক অঞ্জলি কর জানান, আগামী ৩১ অক্টোবর শ্রীভূমি মালিপাড়ার সারদা পল্লিতে সংঘের কার্যালয়ে সকল সদস্যদের একান্ত প্রচেষ্টায় মায়ের পূজার আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, ২০২১ থেকে আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো করে আসছি। কিন্তু গত বছর কিছু অসুবিধার জন্য পূজার আয়োজন করা হয়নি। তাই এবার আমাদের এই পুজো ৪র্থ বৎসরে পদার্পণ করল। তিনি বলেন, ৩০ অক্টোবর সকালে সংঘের সদস্যরা একত্রিতভাবে সুভাষনগরস্থিত দেবালয় শিল্প প্রতিষ্ঠান থেকে মায়ের মূর্তি নিয়ে আসবেন। আর শুক্রবার সকাল থেকে মায়ের পূজা অনুষ্ঠিত হবে। পুরোহিত শিলচরের বিক্রম চক্রবর্তী। এ উপলক্ষে সংঘের সকল কর্মকর্তারা সর্বস্তরের ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতি কামনা করছেন।




