করিমগঞ্জের স্টিমারঘাটে নবনির্মিত শ্রীশ্রী ভৈরব বাবা মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন ও উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন, করিমগঞ্জ : করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজের হাতে করিমগঞ্জের নবনির্মিত শ্রীশ্রী ভৈরববাবা মন্দিরের উদ্বোধন হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার ভৈরববাবা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের স্টিমারঘাট রোড, নীলমণি রোড, শহিদ সরণি, শহিদ ক্ষুদিরাম রোড, ছন্তরবাজার, ডাকবাংলো রোড হয়ে বিসর্জনঘাটে কুশিয়ার নদীর জল নিয়ে মন্দিরে প্রবেশ করেন শতাধিক মহিলা। শোভাযাত্রায় ভৈরববাবা ও রাধাকৃষ্ণের সুসজ্জিত রথ শহর পরিক্রমা করেছে।
সন্ধ্যায় শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে ফিতা কেটে দ্বারোদঘাটন করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন ও মঠের সম্পাদক প্রভাসানন্দজি মহারাজ। মন্দির কমিটির সভাপতি রুদ্রকান্ত নন্দীর পৌরোহিত্যে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুভাষরঞ্জন দাস, প্রভাসানন্দজি মহারাজ, করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, করিমগঞ্জের পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপ-পুরপতি সুখেন্দু দাস।
উল্লেখ্য, ঐতিহ্যমণ্ডিত শ্রীশ্রী ভৈরববাবার নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত চার দিন ব্যাপী অনুষ্ঠানে আসছেন জি বাংলাখ্যাত এবং ভক্তিমূলক সংগীতের বিশিষ্ট শিল্পী অদিতি মুন্সি।
আগামীকাল ১ মার্চ বুধবার সকালে পূজারম্ভ, বিগ্রহের অভিষেক, যজ্ঞ, দুপুরে শান্তিবারি, সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ভক্তিমূলক সংগীত অনুষ্ঠান। এতে অংশ নেবেন শিল্পী দ্বিগবিজয় রায় ও সম্প্রদায়। ২ মার্চ বৃহস্পতিবার বিশ্বশান্তি যজ্ঞারম্ভ, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা। ৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন জি বাংলাখ্যাত অদিতি মুন্সি।