Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জের দীনদয়াল মডেল কলেজে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন

জনসংযোগ, করিমগঞ্জ : ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ করিমগঞ্জ জেলার অন্তর্গত এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ, রিসার্চ সেল ও আইকিউএসি-র যৌথ উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পদার্থবিদ্যা বিভাগের প্রধান ড. প্রীতিভাজন ব্যক্তি।

এরারের থিম ‘বৈশ্বিক কল্যাণে বৈশ্বিক বিজ্ঞান’ শীৰ্ষক বিষয়ে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, বর্তমানের বৈশ্বিক সংকটগুলি অনেকাংশেই মানব সৃষ্ট। এর সুরাহা করতে সমগ্র বিশ্ব যদি একজোট হয়ে কাজ না করে তবে ডাইনোসরের মতো মানুষও একদিন অতীত হয়ে যাবে। দ্বিতীয় দিনে বিশিষ্ট অতিথি ছিলেন পাথারকান্দি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপিকা ড. ডিম্পি পাল ও গণিত বিভাগের অধ্যাপক ড. সৌগত পুরকায়স্থ।

গবেষক ও অধ্যাপকরা কীভাবে ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ থেকে সুফল নিতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ড. পাল। এর পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এ১) এবং মেশিন লার্নিঙের ওপর বক্তৃতা পেশ করেন ড. পুরকায়স্থ। সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতির সাথে কীভাবে কৃত্রিম এবং মানব বুদ্ধিমত্তার মধ্যে ব্যবধান হ্রাস পাচ্ছে তার চিত্র তিনি তুলে ধরেন।

একটি মনোজ্ঞ কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ড. শিবাশিস দত্ত। দু-দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন ১৫০ জন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. গায়ত্রী ঘোষ।

Show More

Related Articles

Back to top button