প্ৰয়াত পাথারকান্দির রাধারমণ কুঞ্জের সেবাইত পারুলবালা

নিউজ ডেস্ক, পাথারকান্দি : পাথারকান্দির ধর্মপ্রাণ মহিলা তথা জেলা শিক্ষা বিভাগের প্রাক্তন আধিকারিক তথা রাধারমণ কুঞ্জের সেবাইত পারুলবালা রায় আর নেই।
পাথারকান্দির রাধারমণ কুঞ্জে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অবিবাহিতা বৈষ্ণবাচারী পারুলবালা। প্ৰয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন আত্মীয়-স্বজন, গুরুভাই-বোন সহ অসংখ্য গুণমুদ্ধকে। অকৃতদার এই সমাজসেবীকার প্রয়াণ সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিত ও অনুরাগী মহলে শোকের ছায়া নেমে আসে। শোকার্ত মানুষ পাথারকান্দির রাধারমণ কুঞ্জে ছুটে গিয়ে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রয়াত পারুলবালা রায় করিমগঞ্জ শিক্ষা বিভাগের আধিকারিক পদে চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পর শ্রীশ্রী রাধারমণ গোস্বামীর আদর্শ প্রচারে আত্মনিয়োগ করেন। তিনি মহাপ্রভুর রচিত গানের প্রচারেও ব্রতী ছিলেন। এদিনই তাঁর শেষকৃত্য্ সম্পন্ন হয়েছে।