Barak ValleyAssamNorth-East
শহরের মেহেরপুরে থাকা ডাম্পিং গ্রাউন্ডটি শহরের বাইরে নিয়ে সরিয়ে নিয়ে যাবার জন্য জোরালো দাবি উঠেছে

পিএনসি (শিলচর)– শহরের মেহেরপুরে থাকা ডাম্পিং গ্রাউন্ডটি শহরের বাইরে নিয়ে সরিয়ে নিয়ে যাবার জন্য জোরালো দাবি উঠেছে। সোসিয়াল এক্টিভিস্ট ও সাংবাদিক হারাণ দে এ বিষয়ে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহালের হস্তক্ষেপ চাইলে সিংহাল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে মেহেরপুরে এই ডাম্পিং গ্রাউন্ডে অস্বাস্থ্যকর ভাবে আবর্জনা জ্বালানোর ফলে ওই এলাকায় বায়ূ দূষন হচ্ছে। হারাণ বাবু মন্ত্রীকে শহরের বাইরে এই ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তরিত না হওয়া পর্যন্ত ইনসেনিটার বসিয়ে বৈজ্ঞানিক ভাবে আবর্জনা জ্বালানোর ব্যবস্থা করার অনুরোধ জানান ।