Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী সমাপন উত্‍সবের প্রস্তুতি

করিমগঞ্জ : করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে রজত জয়ন্তী সমাপন উত্‍সবের অন্তর্গত পাঁচ দিবসীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হতে চলেছে । আগামী ২০ মার্চ সোমবার সকাল ৮ টায় বিদ্যালয় প্রাঙ্গনে উদ্ভোধনী অনুষ্ঠানের সূচনা হলে, ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে ২৫ মার্চ শনিবার পর্যন্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ রবিবার রজত জয়ন্তী বর্ষের সমাপন অনুষ্ঠান জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক বিমানবিহারী সিনহা । উপস্থিত থাকবেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক সুবীর বরণ রায়, প্রধান অঞ্জন গোস্বামী সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা ।

২৬ মার্চ রজত জয়ন্তী বর্ষের সমাপন উত্‍সবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং সকাল ১০ টায় বিদ্যালয়ের স্মৃতি মঞ্চে শিক্ষাক্ষেত্রে স্থানীয় স্মরণীয় শিক্ষা গুরুদের সামূহিক প্রতিকৃতি অনাবরণ ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে । ১১টায় স্বর্গীয় অরবিন্দ রায়, মঞ্চের উদ্বোধন ও আলোচনা সভা এবং বিকাল ৪ টায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সমাপন অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানের প্রথম পর্বে মাতৃ বন্দনা, পরিচয় ও বরণ, স্বাগত ভাষণ, উদ্বোধনী সংগীত রজত জয়ন্তী বর্ষের কার্যক্রমের প্রতিবেদন পাঠ, সম্বর্ধনা জ্ঞাপন, বৌদ্ধিক, বিশেষ পুরস্কার বিতরণ, সভাপতির ভাষণ ও সবশেষে ধন্যবাদ জ্ঞাপন।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নাগাল্যান্ড এর সংগঠন মন্ত্রী বিদ্যাভারতী পঙ্কজ সিনহা, মহেশ ভাগবত, মিশন রঞ্জন দাস, রবীন্দ্র দেব, দেবব্রত সাহা, নির্মল ভোরা, সুহাস রঞ্জন দাস, সুবীর বরণ রায় প্রমূখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিশু বাটিকার বিদ্যার্থীদের দ্বারা পরিবেশিত হবে নৃত্যনাট্য ”ভবতু ভারতম”, ”চন্ডালিকা,” আচার্য আচার্যা কর্তৃক সমবেত সংগীত, প্রাক্তন বিদ্যার্থীদের দ্বারা সাময়িক কার্যক্রম, অভিভাবক অভিভাবিকাদের দ্বারা সামূহিক কার্যক্রম। সবশেষে কল্যাণ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

Show More

Related Articles

Back to top button