Barak ValleyAssamNorth-East
মাতৃভাষা সুরক্ষার সুদেষ্ণা স্মরণ

করিমগঞ্জ : বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা শহিদ সুদেষ্ণা সিনহাকে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল মাতৃভাষা সুরক্ষা সমিতি৷ সমিতির করিমগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে শম্ভুসাগরস্থিত কেন্দ্রীয় শহিদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান স্বপন বণিক, ড. গীতা সাহা, গৌতম চৌধুরী, বিষ্ণুপদ নাগ, তুতিউর রহমান, প্রতিমরাজ ভট্টাচার্য, নির্মাল্য দাস, চান্দ্রেয়ী দেব, ছন্দা দাম৷
এদিন সন্ধ্যায় স্থানীয় অরবিন্দ সোসাইটির কার্যালয়ে শহিদ সুদেষ্ণার স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে সমিতির কেন্দ্রীয় সম্পাদক গৌতম চৌধুরী সুদেষ্ণা সিনহার আত্মবলিদানের বিষয় নিয়ে আলোচনা করেন৷ নিজের মাতৃভাষা রক্ষা করতে গিয়ে যারা শহিদ হয়েছেন তাদের সবাইকে স্মরণ করেন তিনি৷