পাঁচদিন অতিবাহিত, নিখোঁজ বাজারিছড়ার শিশুপুত্র সহ গৃহবধূ

বাজারিছড়া : পাঁচদন অতিবাহিত হয়ে গেছে। আজও সন্ধানহীন করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়ার শিশুপুত্র সহ জনৈক গৃহবধূ। এ ঘটনায় এলাকার বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। এদিকে মানসিকভাবে ভেঙে পড়েছেন নিখোঁজ গৃহবধূর স্বামী সহ তাঁর পরিবারের লোকজন। চাঞ্চল্যকর এ ঘটনার পাঁচদিন অতিবাহিত হয়ে গেছে, আজও নিখোঁজদের কোনও সন্ধান পাওয়া যায়নি বলে আক্ষেপ করেছেন নিখোঁজ গৃহবধূর স্বামী দীপন দাস।
দীপন দাস জানান, গত মঙ্গলবার সকালে তাঁর স্ত্রী রিমা দাস পাঁচ বছরের পুত্রসন্তানকে কোলে নিয়ে বাজারিগুল গ্রামের বাড়ি থেকে বাজারিছড়া বাজারের এক ফার্মাসিতে গিয়েছিলেন। সন্ধে ঘনিয়ে আসার পরও তাঁরা বাড়ি না ফেরায় উত্কণ্ঠা ছড়ায় পরিবারের লোকদের মধ্যে। পরে নিখোঁজ মা ও শিশুটিকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ-খবর করেও পাওয়া যায়নি। অবশেষে তিনি বৃহস্পতিবার সকালে বাজারিছড়া থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন।
প্রাপ্ত এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নামলেও এ খবর লেখা পর্যন্ত নিখোঁজ মা ও শিশুটির কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।