Barak Valley

করিমগঞ্জে ‘সাবলম্বী সীমান্ত’ শীৰ্ষক অনুষ্ঠান সম্পন্ন

করিমগঞ্জ, ২৮ মার্চ : সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তর এবং ইন্ডাস্ট্রিজ কমার্স অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইসেজ ডিপার্টমেন্ট-এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার করিমগঞ্জ জেলার ‘সাবলম্বী সীমান্ত’ শীর্ষক এক ভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

করিমগঞ্জের সেটেলমেন্ট রোডে অবস্থিত পিএইচই দফতরের কনফারেন্স হল-এ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক মানবেন্দ্র দত্ত, সঞ্জু অধিকারী, সেলিম মণ্ডল, সঞ্জয় শর্মা, আকবরপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. চৌধুরী, বিশিষ্ট রফতানিকারক অমরেশ রায় প্রমুখ।

অনুষ্ঠানে জেলা সভাপতি গৌতম দে স্বাগত বক্তব্যে পেশ করতে গিয়ে আজকের এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বলে মন্তব্য করেন। এছাড়া বক্তব্য পেশ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মিশনরঞ্জন দাস। তিনি সীমান্ত চেতনা মঞ্চ পূৰ্বোত্তর কর্তৃক সাবলম্বনের ওপর আয়োজিত একই মঞ্চে ডিরেক্টরেট অব ফরেন ট্রেড, এমএসএমই, এপেডা এবং এভিআইটিএ-কে সঙ্গে নিয়ে লোক জাগরণের প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনেও মঞ্চ এ ধরনের সাবলম্বন সম্পর্কে কাজ চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রজেক্ট কো-অর্ডিনেটর দেবজিত্‍ গোস্বামী সাবলম্বী সীমান্ত-এর পরিচালনায় রিসোর্স পার্সনরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সহ বিভিন্ন ইন্ডেক্স তথ্য ও নিয়ম-নীতি বুঝিয়ে দেন। সেই সঙ্গে ভবিষ্যতে আর কোনও সাহায্য চাইলে তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে মঞ্চের তরফে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা এস মণিহার সিংহ, সীমা ভুইয়াঁ নন্দি, রুবি দাস, বাপ্পী সেন, স্বপ্নজিত্‍ নাথ, সুভাষ রায়, বিরজিত্‍ দাস, হিমেল দাস, সুনির্মল দাস, মৃণাল শুক্লবৈদ্য প্রমুখ।

Show More

Related Articles

Back to top button