Barak Valley

করিমগঞ্জের বারইগ্রাম আশ্রমে সাড়ম্বরে চলছে বাসন্তী পূজা

বারইগ্রাম, ২৯ মার্চ : করিমগঞ্জ জেলার অন্তর্গত বারইগ্রামে অবস্থিত শ্রীশ্রী গোপালজিউ, শ্রীশ্রী রাধাবিনোদজিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউর আশ্রমে চল‌ছে বাসন্তী পূজা।

ইতিমধ্যে সমাপ্ত হয়েছে বিপদনাশিনী, রক্ষাকালী, শীতলা ও শ্যামাকালীর পূজা। বাসন্তী পুজোর সপ্তমী অষ্টমী শেষে বৃহস্পতিবার রামনবমীর পুজো। শুক্রবার ‌বিজয়া দশমী। তার পর তিন দিন বিরতির পর পূর্ণিমা থেকে শুরু হ‌বে লক্ষ্মী নারায়ণ পূজা সহ অষ্টপ্রহর হ‌রিনাম কীর্তন।

জানা গে‌ছে, এই ‌নিয়ম ও নানা উপাচা‌রে প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউ বারইগ্রাম আশ্রমে এই পুজোর শুভারম্ভ করেছি‌লেন। আশ্রমে এই পূজাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধ‌রে উত্‍সবমুখর পরিবেশ বিরাজ কর‌ছে। নবমী‌তে থাক‌বে মহাপ্রসাদ বিতরণ। এতে সকল সনাত‌নীর উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আশ্রম প‌রিচালন কমিটির সভাপতি সুনীল পাল, সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ কৌশিকরঞ্জন দে, সাংস্কৃ‌তিক সম্পাদক অরূপ রায় প্রমুখ।

Show More

Related Articles

Back to top button