উত্তপ্ত বদরপুর শহর : পুলিশ জনতার খণ্ডযুদ্ধে উত্তাল বদরপুর

বদরপুর : অগ্নিগর্ভ করিমগঞ্জ জেলার বদরপুর শহর। রমজানের তারাবি নামাজ শেষে হঠাত্ করে উত্তপ্ত হয়ে ওঠেছে রেলশহর। পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধে বদরপুর শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে। অভিযুক্তকে ধরে আনায় সহস্রাধিক জনতা থানা ঘেরাও করেন। বদরপুর থানার ওসি চন্দন গোস্বামীর ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা। বাধ্য হয়ে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়েছে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ জনতার। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ থেকে বদরপুরে ছুটে এসেছেন সদর ডিএসপি। উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে অবাঞ্ছিত ঘটনার পিছনে তৃতীয় শক্তির হাত রয়েছে বলে অভিযোগ বিভিন্ন মহলের।
ঘটনার সূত্রপাত পুরনো একটি মামলার আসামিকে ধরতে যাওয়া। আজ বুধবার রাতে ফেরার আসামি রাহুল আহমেদকে বদরপুর চৌরঙ্গী থেকে পাকড়াও করে থানায় নিয়ে আসেন ওসি চন্দন গোস্বামী। এতে অভিযুক্তের সাঙ্গোপাঙ্গরা পুলিশের উপর উল্টো আক্রমণ করলে বাধ্য হয়ে শূন্যে গুলি ছুঁড়তে হয় পুলিশের। আর এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি বিগড়ে যায়।
একাধিক জনতা থানা ঘেরাও করার পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে জাতীয় সড়ক অবধি অবরোধ করে ফেলেন। এই খবর লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত। রেলশহরে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। পরিস্থিতি যাতে বিগড়ে না যায় তার জন্য লাউড স্পিকারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। এদিকে করিমগঞ্জ বা বদরপুর পুলিশের কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি। বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করতে হবে।