Barak Valley

বদরপুরে রামনবমী উৎসব বজরঙ্গী ক্লাবের

শিলচর : রামনবমীতে শ্রীরামচন্দ্রের পূজা করল বদরপুরের বজরঙ্গি ক্লাব৷ এবারই প্রথম এই পূজার আয়োজন করল ক্লাব৷ তবে শুধু ক্লাবের নয়, বলতে গেলে রেল শহর বদরপুরে এই পূজা এবারই প্রথম অনুষ্ঠিত হল৷ পূজায় ভক্তপ্রাণ নাগরিকদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যণীয়৷

ক্লাবের সম্পাদক বান্টি ছেত্রী জানান, রামপূজার প্রথম দিনে যজ্ঞের আয়োজন করা হয়৷ শুক্রবার দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে৷ পরদিন শনিবার হবে দশমী৷ ৩ দিনের এই পূজা হচ্ছে বদরপুর টেনিস গ্রাউন্ডে৷

Show More

Related Articles

Back to top button