সোমবার থেকে করিমগঞ্জে কনকলতা বরুয়া মহিলা আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা

জনসংযোগ, করিমগঞ্জ : আসাম ক্রিকেট সংস্থা পরিচালিত ‘কনকলতা বরুয়া মহিলা আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা’ সোমবার থেকে করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। করিমগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠেয় করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতার ‘এ’ গ্রুপের খেলায় করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, শিলচর জেলা ক্রীড়া সংস্থা, ডিব্রুগড় জেলা ক্রীড়া সংস্থা, হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা এবং মরিগাঁও জেলা ক্রীড়া সংস্থার মহিলা ক্রিকেট দল অংশগ্রহণ করছে।
৩ এপ্রিল সোমবার সকাল সাড়ে আটটায় করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এই প্রতিযোগিতার শুভারম্ভ হবে। প্রতিযোগিতা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। উদ্বোধনী খেলায় করিমগঞ্জ জেলা মহিলা ক্রিকেট দল এবং ডিব্রুগড় জেলা মহিলা ক্রিকেট দল পরস্পরের মুখোমুখি হবে। আগামী ৩ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রতিটি খেলা দেখতে এবং খেলোয়াড়দের উত্সাহিত করতে করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।