Barak ValleyEducation
করিমগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ে বাংলা বিভাগ চালুর দাবিতে স্মারকপত্র

করিমগঞ্জ : এবার কেন্দ্রীয় বিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলা ভাষার দাবি জানিয়ে স্মারকপত্র প্রেরণ করলেন অভিভাবক মন্ডলী৷ বৃহস্পতিবার এক প্রতিনিধি দল কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে বাংলা ভাষায় পাঠদান করতে আবেদন করে৷ স্মারপপত্র গ্রহণ করে অধ্যক্ষ আগামী গ্রীষ্মের বন্ধের ভিতরে ৮ম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা বাংলা সহ অন্যান্য ভাষায় পড়ানো হবে এবং পরবর্তীতে উপরের ক্লাসেও অন্তর্ভুক্ত করা যাবে বলে জানান৷ উপস্থিত ছিলেন সৌমিত্র পাল, প্রদীপ দে, চয়ন নাথ, নীলাঞ্জন ভট্টাচার্য৷