Barak Valley
বদরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষক প্রদীপ নাথ

বদরপুর : বদরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কালাইন ভৈরবপুরের স্কুল শিক্ষক প্রদীপ কুমার নাথ৷ রবিবার সন্ধ্যায় করিমগঞ্জ থেকে কালাইন যাওয়ার পথে বদরপুরঘাট জংলা কালীবাড়ির সামনে দুর্ঘটনার শিকার হন তিনি৷
বছর ২৬-র শিক্ষক প্রদীপ কুমার বাইকে চেপে তাঁর বাড়ি যাচ্ছিলেন৷ পেছন দিক থেকে একটি ডাম্পার তাঁকে সজোরে ধাক্কা মারে৷ এর ফলে জাতীয় সড়কে ছিটকে পড়েন তিনি৷ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
এদিকে শিক্ষক প্রদীপ কুমারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা কালাইন এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ বদরপুরে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷