আসামের প্রতিনিধিত্ব করতে চলছে নেতাজি ব্যায়াম

করিমগঞ্জ : কলকাতায় জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য করিমগঞ্জ থেকে রওয়ানা দিলো নেতাজী ব্যায়াম সঙ্ঘের দল। আগামী ১৫ এবং ১৬ এপ্রিল কলকাতার পশ্চিম মেদিনীপুরের বেলদা জেলার রেনবো যোগা ইনস্টিটিউশন এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ অল ইন্ডিয়া ওপেন যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। উক্ত অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যেখানে প্রশিক্ষক পরমজিৎ চৌধুরীর নেতৃত্ব নেতাজি ব্যায়াম সংঘের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করবেন। ট্রেডিশনাল বিভাগের ৮ থেকে ১৪ বছর বালিকা বিভাগে অংশগ্রহণ করবে অঙ্কিতা পুরকায়স্থ ও মিশমি চন্দ্, ১২ থেকে ১৮ বছর বালক বিভাগে অংশগ্রহণ করবে অর্নব পুরকায়স্থ, সৌভিক দাস ও তাপস নমঃশূদ্র। তাছাড়া আর্টিস্টিক যোগা বিভাগে একক এবং যুগল ভাবে অংশগ্রহণ করবে সকল ছাত্র ছাত্রীরা। যোগ প্রশিক্ষক পরমজিৎ চৌধুরীর আরও জানান বিহু ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে ব্যায়াম সঙ্ঘের দল বরাক ও ব্রহ্মপুত্রের মৈত্রী বন্ধন যা আসামের এক অভিছেদ্যো অঙ্গ এই দৃশ্যটি যোগাসনের মাধ্যমে উপস্থাপন করবে।আগামী ১২ এপ্রিল ব্যায়াম সঙ্ঘের দল কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলতে এবং ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ দেব পুরকায়স্থ এবং করিমগঞ্জের পৌরসভার পৌরপতি তথা বিশিষ্ট যোগবিদ শ্রীরবীন্দ্র চন্দ্র দেব।